ফেনী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা অা’লীগের সভাপতি একরাম হত্যা মামলার রায় ঘোষনা। ৩৯ জনের মৃত্যুদণ্ড। মিনারচৌধুরি ও মিস্টার সহ ১৬ জনের খালাস।
আজ বিকাল ৩টা ১৫ মিনিটে রায় পড়া শুরু করেন ফেনী জেলা ও দায়রা জজ অামিনুল হক এ রায় পড়া শুরু করেন। ৩৬ জন অাসামীকে কড়া নিরাপত্তায় বিকেল তিনটায় অাদালতে হাজির করা হয়। বাকী ১৯জন অাসামী পলাতক অাছে। ১জন মৃত।