গাজীপুরে সাংবাদিক তুহীনকে হত্যার চেষ্টা – বাংলারদর্পন

 

 

গাজীপুর ; পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক তুহীন সারোয়ার।

রোববার সন্ধ্যায় তিনি জয়দেবপুর থানাধীন বোর্ডবাজার এলাকায় ওই হামলার শিকার হন।

জানা যায়, সন্ধ্যায় বাসায় ফেরার পথে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল করে দেখা করার কথা বলে সাইনবোর্ড ভুষিরমীল এলাকায় তুহীন সারোয়ারের বাইক আটকিয়ে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা চালায়।  এসময় পকেটে থাকা নগদ ২৫৫০ টাকা,oppo f3 মোবাইল ফোন এবং একটি স্যামসাং ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় এলাকবাসী এগিয়ে এলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়।

খবর পেয়ে ভোগড়া পুলিশ ক্যাম্পের এস,আই জাকির হোসেন ও এস আই আলমগীর হোসেনসহ ভোগড়া ফাড়ির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাক্ষ্য প্রমান নিয়ে যায়। এখনো কেউ গ্রেফতার হয়নি। সাংবাদিক তুহীন সারোয়ার বর্তমানে উত্তরায় চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *