সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী জিরোপয়েন্টস্থ মানিক মিয়া প্লাজায় সোমবার দিবাগত রাত ১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মার্কেটের মালিক জামশেদ অালম জানান, রাতেই খবর পেয়ে সোনাগাজী দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে, ২ ঘন্টা চেষ্টার পর অাগুন নিয়ন্ত্রনে অাসে।
দমকলবাহিনীর সুপার ভাইজার জানান, মার্কেটের দ্বিতীয় তলার নিউ রজনীগন্ধা ফ্যাশনের অাইপিএস’র ব্যাটারী থেকে অাগুনের সুত্রপাত হয়।
রজনীগন্ধা ফ্যাশনের মালিক মো. কাউছার জানান, দোকান সম্পুর্ন ভস্মিভুত হয়, এতে অানুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাশ্ববর্তী দোকান মালিকরা জানান, দমকল বাহিনীর সদস্যদের অদক্ষতার কারনে পাশ্ববর্তী দোকান, ন্যাশনাল ব্যাংক সহ মার্কেটের ব্যাপক ক্ষতি হয়েছে।