সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী পৌরসভাস্থ কেন্দ্রীয় রাধাকৃষ্ণ মন্দির সড়ক ও মন্দির প্রাঙ্গণ উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
সোমবার সকালে অানুষ্ঠানিক ভাবে উদ্বোধন কালে স্থানীয় কাউন্সিলর আইয়ুব খান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি জগদীশ চন্দ্র শীল, অা’লীগ নেতা অাহছান উল্যাহ সহ, মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র জানান, দুর্গাপুজা অনুষ্ঠানে জেলা প্রশাসকের অনুরোধের প্রেক্ষিতে এডিবি ও পৌরসভার রাজস্ব তহবিল থেকে উক্ত নির্মান কাজ করা হচ্ছে। এছাড়া মন্দিরে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।