আব্দুর রহিম,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে চাঁদা আদায়কালে মো. ওয়াহিদুজ্জামান (৩২) নামে এক চাঁদা কালেক্টরকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।
সে মাটিরাঙ্গার পলাশপুর গ্রামের মৃত: হাবিবুর রহমানের ছেলে ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক।
নিরাপত্তাবাহিনী সুত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ তাকে মাটিরাঙ্গা বাজার থেকে আটক করে।
এসময় তার কাছ থেকে চুক্তিবিরোধী ইউপিডিএফ‘র চাঁদা আদায়ের দুটি রশিদ একটি মোবাইল ফোন ও নগদ ৯‘শ ৩০টাকা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক মো.ওয়াহিদুজ্জামানকে বিকালের দিকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনী সুত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাকির হোসেন বলেন, আটক মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।