পটুয়াখালীর পায়রায় হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র

 

নিউজ ডেস্ক : ০৫ নভেম্বর ২০১৭। 

পটুয়াখালির পায়রায় ৩৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এলএনজি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপানে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও জার্মানির সিমেন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে আজ। কেন্দ্রটি চালু হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র।

সিমেন্স মহেশখালীতে আরও একটি সাড়ে তিন হাজার মেগাওয়াট ক্ষমতার এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে। এ বিষয়ে পিডিবির সঙ্গে শিগগিরই তাদেরসমঝোতা সই হবে।

বর্তমানে পায়রায় চীনের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে নর্থ ওয়েস্ট পাওয়ার লিমিটেড। এরইমধ্যে এর ২৬ শতাংশ কাজ শেষ হয়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গেই নতুন এ কেন্দ্রের জন্য ১০০ একর জমি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএম খোরশেদুল আলম।

তিনি বলেন, ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে প্রতিটি ৬০০ মেগাওয়াটের মোট ছয়টি ইউনিট হবে। প্রকল্পটি খুবই দ্রুত বাস্তবায়িত হবে বলে আমরা আশা করছি।আগামী জুনের মধ্যেই নির্মাণকাজ শুরু হয়ে যাবে। খোরশেদুল আলম জানান, ২০২০ সালের জুনে ১২০০ মেগাওয়াট, একই বছরের ডিসেম্বরে আরও ১২০০মেগাওয়াট এবং পরের বছরের মধ্যেই বাকি ১২০০ মেগাওয়াট উৎপাদনে চলে আসবে।

বিদ্যুৎ কেন্দ্রটি সম্পর্কে তিনি জানান, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন ও সিমেন্সের যৌথ মালিকানার এ প্রকল্পটিতে আড়াই বিলিয়ন ডলার ব্যয় হবে বলে অনুমানকরা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *