সৈয়দ মনির অাহমদ >>
রোহিঙ্গাদের ত্রান দিতে শনিবার সকালে বেগম জিয়া ঢাকা থেকে কক্সবাজার এর উদ্যেশ্যে রওয়ানা হয়েছেন। ঢাকা থেকে -কক্সবাজার পর্যন্ত ৭টি জেলা প্রায় ২০টি স্থানে নেতাকর্মীরা দলবলে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন ফেনী ছাড়া কোথাও অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। বিকাল সাড়ে ৪ টায় ফেনীর সার্কিট হাউজে যাত্রাবিরতি করেন। ওই দিন মোহাম্মদ অালী বাজার এলাকায় বহরের পেছনের অংশে গণমাধ্যমের গাড়ীতে ভাংচুর চালানো হয়েছিল। অা’লীগের কেন্দ্রীয় নেতারা প্রমাণ দিয়ে (চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা শাহাদাতের অডিও রেকর্ডিং) বলেছেন পরিকল্পিত ভাবে বিএনপি নেতারা বহরে হামলার নাটক সাজিয়েছে। বিএনপির মহাসচিব সহ অনেকে বলেছেন শাসকদল গাড়ী বহরে হামলা চালিয়েছে। মিডিয়াতে ভিন্ন ভিন্ন তথ্য চিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে, ছাত্রলীগের অনেক পরিচিত মুখ হামলায় অংশ নিয়েছে। অাবার কোন কোন সংবাদে দেখা গেছে ছাত্রদল যুবদলের কর্মীরা হামলায় অংশ নিয়েছে।
কক্সবাজারের কর্মসুচী শেষে ফেরার পথে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেনী অতিক্রমকালে বিশাল গাড়ী বহরের পাশ্বে পার্কিং করা দুটি গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়ে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করে যাত্রীবাহী বাসে ভাংচুর চালিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য চিত্রে দেখা যায়, ফেনীর অংশে বেগম জিয়ার বহরে থাকা গাড়ী থেকে দেশিয় অস্ত্র প্রদর্শন করা হয়েছে। অজ্ঞাত কারনে বেগম জিয়া ব্যাক্তিগত গাড়ীতে সামনের সিটে (চালকের পাশে) বসেছেন।
অা’লীগের সাধারন সম্পাদক সহ কেন্দ্রীয় অনেক নেতা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছে বাসে অগ্নিসংযোগ বিএনপির পুরানো অভ্যাস।
ঢাকার বাসায় গিয়ে মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়া বলেন, এই পিশাচদের দোর্দন্ড পদচারণার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে ফেনী জেলাকে। ফেনী শহর এখন বিবেকবর্জিত সন্ত্রাসীদের অভয়ারণ্য বলে অভিযোগ করেন তিনি।
তবে দুদিনের ঘটনার অাগে পরে ফেনীর বিএনপি ও অা’লীগ নেতারা প্রকাশ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে কোন দোষারোপ করেননি।
অনেকের মতে এসব ঘটনা জাতীয় রাজনীতির অংশ। প্রতিপক্ষকে ঘায়েল করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে। এদেশের গণতন্ত্রের সুত্রে এসব ঘটতেই পারে। তবে স্থানীয়দের প্রশ্ন দীর্ঘদিনের সহবস্থানের শহর ফেনীকে টার্গেট করা হল কেন? ফেনীর রাজনৈতিক নেতাদের দুর্বলতা নাকি প্রশাসনের ব্যার্থতা?
লেখক – সভাপতি, সোনাগাজী প্রেসক্লাব।
সম্পাদক – বাংলারদর্পন ডটকম।