তনু সরকার : ফুলগাজীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার উপজেলা জাসদের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাসদের সাধারন সম্পাদক বিনোদ বিহারী ভানু বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি আবুল খায়ের মেম্বার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সহ-সভাপতি কাজী আবদুর রহিম, দরবারপুর ইউপি জাসদের সভাপতি আবুল কালাম মজুমদার, সাধারন সম্পাদক জাফর আহাং, আমজাদহাট ইউপি সাধারন সম্পাদক জিয়াউর রহমান।
আলোচনা সভা শেষে উপজেলা জাসদ সাধারন সম্পাদক বিনোদ বিহারী ভানুর নেতৃত্বে এক বিশাল মশাল মিছিল ফুলগাজী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ করে।