মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্নচর উপজেলায ১৭মে উপজেলা মাঠে সকাল ১০ টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাথমিক বিধ্যালয় গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
বেলা সাড়ে ১২টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপের ফাইনাল খেলা শুরু হয় । খেলায় জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ বনাম মুন্সির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা অংশ গ্রহন করে । খেলায় মুন্সির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ কে ১-০ গোলে পরাজিত কওে উপজেলা চ্যামপিয়ন হওয়ার গৌরভ অর্জন করে ।
দুপুর ১টা ১৫ মিনিটের সময় শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুনান্টের ফাইনাল খেলা । এতে চর জুবলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর পানা উল্যাহ তাহের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ছাত্ররা অংশ গ্রহন করে । খেলায় ট্রাইব্রেকারে চর জুবলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় চর পানা উল্যাহ তাহের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে ।খেলা শেষে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
দক্ষিন চর জব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বাংলাদে প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সাধারন সম্পাদক মোঃ নাছিম ফারুকীর উপস্থাপনায় আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সহীদ সারওয়ার্দ্দী , ইউ আর সি ইনস্ট্রাক্টর মোঃ আজহারুল ইসলাম , সহকারি উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি ও চর জুবলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আক্কাছ । আলোচনা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন অতিথীবৃন্দ । বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি ও চর জুবলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আক্কাছ । আলোচনা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন অতিথীবৃন্দ ।
মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :