ফেনীর ছেলে সাইফের শিকার আমলা ও ভিলিয়ার্স

 

স্পোর্টস ডেস্ক: ২৯ অক্টোবর ২০১৭। 

শতকের দিকেই এগোচ্ছিলেন আমলা। সবার বল স্বাচ্ছন্দে খেলতে পারলেও পারছিলেন না সাইফের বল খেলতে। আউটও হলেন তাই বলে। সাইফের বলে ছয় হাকাতে গিয়ে লেগ বাউন্ডারিতে তালুবন্দি হন সৌমের হাতে।

সাইফের বলে আউট এবি

ভয়ঙ্কর হয়ে ওঠা এবি ডি ভিলিয়ার্সকে ফেরালেন সাইফ। সাইফের বলে সাজোরে হাঁকান ভিলিয়ার্স। কিন্তু বাউন্ডারিতে থাকা ইমরুল দারুণ এক ক্যাচে তালুবন্দি করেন এবি`র শট। সাঝঘরে ফেরেন এবি।

সাকিবের জোড়া আঘাত

ম্যাচের তৃতীয় ওভারেই আঘাতে হানলেন সাকিব। আমলার সঙ্গে ওপেন করতে নামা মোসলেকে বোল্ড করে সাঝঘরে ফেরান টাইগার কাপ্তান। এর পরের ওভারেই আবার সাকিবের ঝলক। এবার আউট হলেন ডুমিনি।

আমলার সঙ্গে মোসেলে

ডি ককের বিশ্রামে হাশিম আমলার সঙ্গে দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু করেছেন ম্যাঙ্গালিসো মোসেলে। এবছর প্রোটিয়াদের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ বলে ৩২, ইংল্যান্ডের বিপক্ষ ২২ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন। তবে ওপেন করলেন এই প্রথমবার।

বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে টাইগারদের বিভীষিকাময় প্রোটিয়া সফর। আর শেষ টি-২০তে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *