ফটিকছড়িতে আ’লীগ কার্যালয়ে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করেন সাদাত আনোয়ার সাদী 

 

চট্টগ্রাম ব্যুরো  :

 

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জন্য তরুণ শিল্পদ্যোক্তা ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাদাত আনোয়ার সাদী’ র পক্ষ থেকে ডিজিটাল সাউন্ড প্রদান উপলক্ষে অনুষ্টান গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। সংগঠনের সহ- সভাপতি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী’ র সভাপতিত্বে উপ- প্রচার সম্পাদক বোরহান আহমেদের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।

বক্তব্য রাখেন উদ্যোক্তা ও পৃষ্টপোষক সাদাত আনোয়ার সাদী,উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি চেয়ারম্যান আবু তালেব,উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান রুস্তম আলী,দপ্তর সম্পাদক এ এম শামসুদ্দিন,সমাজ সেবা সম্পাদক মো: সরোয়ার উদ্দিন,সদস্য মো: নাসির উদ্দিন,রফিকুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ কে আজাদ বাবুল,গিয়াস উদ্দীন, মহি উদ্দিন,ছাত্রলীগ নেতা জিমন খান,রায়হান রুপু,হাসানুল করিম রাসেল, মো: শহীদুল্লাহ,মো: জামাল,মো: এমদাত,মো: গিয়াস প্রমূখ।

অনুষ্টানে বক্তারা সাদাত আনোয়ার সাদী’ র প্রশংসা করে বলেন উপজেলা আওয়ামী লীগের সকল কর্মসূচিতে তার উদারতার দান বিশেষভাবে উল্লেখযোগ্য

– বন্যার্থদের ত্রাণ বিতরণ কর্মসূচি,ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের শোক দিবসের মেজবান,পৌরসভা আওয়ামী লীগের শোক দিবসের মেজবান,অফিসের প্রতি মাসের ভাড়া ও বিদ্যুৎ বিল,অফিসের প্যাড,রশিদ বই,শীল, অফিসের পাঠাগার ও ছবির গ্যালারীর জন্য তার পৃষ্টপোষকতা অনন্য।

একটি আধুনিক অফিস নির্মাণে যাবতীয় পৃষপোষকতার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *