মোঃ আলাউদ্দীন চট্টগ্রাম থেকে :
গতকাল সোমবার বিকেলে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় একথা বলেছেন সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। সভায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শত শত নেতাকর্মী অংশ নেন।
সভায় ।
ওবায়দুল কাদের তার বক্তব্যের শেষ পর্যায়ে কারও নাম উল্লেখ না করে বলেন, ‘দেখুন, যদি আপনি আপনার সিনিয়র নেতাদের সম্মান না করেন, তাহলে আপনি যখন সিনিয়র হবেন, তখন জুনিয়র নেতারা আপনাকে সম্মান দেবে না। তুমি সিনিয়রকে যদি মর্যাদা না দাও, তুমি যখন সিনিয়র হবে জুনিয়ররা কি তোমাকে মর্যাদা দেবে ?’
এরআগে বক্তব্যের শুরুতে প্রয়াত আতাউর রহমান খান কায়সারকে স্মরণ করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কায়সার ভাই কখনো গ্রুপিংয়ের রাজনীতি করেননি। তিনি রক্তপাতের রাজনীতির বিরুদ্ধে ছিলেন। দলে কী পেলেন তা নিয়ে তার মাথা ব্যাথা ছিল না। বঙ্গবন্ধু কন্যা যখন যে দায়িত্ব তাকে দিয়েছিলেন মাথা পেতে গ্রহণ করেছেন। কিন্ত’ তিনি কোনো দিন মন্ত্রী হওয়ার আক্ষেপ প্রকাশ করেননি।’
সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ প্রচার সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোঠন আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, প্রয়াত আতাউর রহমান কায়সারের মেয়ে সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, বেগম সাবিহা নাহার মুসা প্রমুখ।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ তার বক্তব্যে প্রয়াত আতাউর রহমান কায়সারের নামে চট্টগ্রামে একটি স’াপনার নামকরণের দাবি জানান