সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিন পুর্ব চর ছান্দিয়া বঙ্গবন্ধু পরিষদের উদ্যেগে বাংলাদেশ অা’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকালে পরিষদ প্রাঙ্গণে পরিষদের সভাপতি অাবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা অা’লীগের সাধারন সম্পাদক ও পৌরমেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
অারো উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, চর ছান্দিয়া ইউনিয়ন অা’লীগের সাধারন সম্পাদক অাবদুর রহিম মানিক ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন, উপজেলা শ্রমীকলীগের অাহ্বায়ক মোশারফ হোসেন , চর ছান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, চর ছান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন জীবন প্রমুখ।
সভায় বক্তারা বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন কে লক্ষ্য রেখে দলের অন্তকোন্দল নিরসন করে তৃণমূল কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে হবে।