যুবলীগের শ্রেষ্ঠ জেলা সংগঠকের উপাধি পেয়েছেন ইসমাইল চৌধুরী সম্রাট

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী যুবলীগের ৭২টি সাংগঠনিক জেলার মধ্যে শ্রেষ্ঠ সাংগঠনিক জেলার স্বীকৃতি পেল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। আর শ্রেষ্ঠ জেলা সংগঠকের উপাধি পেয়েছেন দক্ষিণের সভাপতি ফেনীর সন্তান ইসমাইল চৌধুরী সম্রাট।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ যুবলীগের বর্ধিত সভায় এই ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যতগুলো সাংগঠনিক জেলা ইউনিট রয়েছে, এরমধ্যে সবচেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইউনিট হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ। আমি ঢাকা মহানগর দক্ষিণকে অফিসিয়াল শ্রেষ্ঠ সংগঠন হিসেবে ঘোষণা করছি।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আওয়ামী যুবলীগের ৭২টি সাংগঠনিক জেলার মধ্যে শ্রেষ্ঠ সাংগঠনিক জেলার স্বীকৃতি পাওয়ায় ও শ্রেষ্ঠ জেলা সংগঠকের উপাধি পেয়েছেন দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *