ফেনী প্রতিনিধি :
বর্ডার হাটে চোরচালান পণ্যের উপর আজ ৪ অক্টোবর বুধবার অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
ফেনীর ছাগলনাইয়ার বর্ডার হাটে একজন ক্রেতার সর্বোচ্চ ক্রয়সীমা ১৬হাজার টাকা এবং এই বাজার থেকে কেনা ভারতীয় পণ্য শুধুমাত্র পারিবারিক ও ভোক্তার ব্যবহারের জন্য নির্দিষ্ট করা। কিন্ত ফেনীর ভিতরের বাজারে দেখা গেল বস্তার পর বস্তা হরলিক্স, ল্যাকটোজেন,সেরেলাক, পার্ক, হাগিস প্যাম্পার। এইসব আমদানিবিহীন পণ্য বস্তায় বস্তায় বিক্রি করছে ব্যবসায়ীরা।
এসব অনুমোদনহীন পণ্য বিক্রির অপরাধে কমরেড স্টোরের মালিক দিলদার হোসেন, মান্নান স্টোরের মালিক আব্দুল মান্নান, বরকত স্টোরের মালিক শাহ আলম, কাশেম স্টোরের মালিক আবুল কাশেম প্রত্যেককে ১০হাজার টাকা করে মোট ৪০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আদালত।
এ সময় ২ লক্ষ টাকার অনুমোদনহীন হরলিক্স, সেরেলাক, হাগিস, পার্ক জব্দ করা হয়।
অভিযানকালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক উপস্থিত ছিলেন।
সম্পাদনা / এমএ।