এস.এ. রুহুল আমিন, ময়মনসিংহ :
মময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অাচারগাঁও ইউনিয়নের নিকাহ রেজিষ্টার কাজী নুরুল ইসলামকে রোববার সন্ধ্যা ৭ টায় বাল্য বিবাহ রেজিষ্ট্রি করার অভিযোগে ইউএনও হাফিজুর রহমান থানা পুলিশকে সাথে নিয়ে নান্দাইল হাসপাতাল সংলগ্ন বাসা থেকে অাটক করে থানায় সোপর্দ করা হয়েছে।বর্তমানে অাটক নুরু কাজী থানা হাজতে রয়েছেন।
থানা সুত্রে জানা যায়, উপজেলার অাচারগাঁও ইউনিয়নের সুনামখালী গ্রামে ছমির উদ্দীনের কিশোরী কন্যা পিংকির (১৩)বিয়ের অনুষ্টান তার অভিভাবক অায়োজন করলে খবর পেয়ে বিয়ে বন্ধের নির্দেশ প্রদান করলেও কাজী এ বিয়ে রেজিষ্ট্রেশন করেন।এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার থানা পুলিশকে সাথে নিয়ে নিকাহ রেজিষ্টারকে অাটক করে থানায় সোপর্দ করেন।
থানা হাজতে অাটক নুরু কাজীর কাছে জানতে চাইলে, এ বাল্য বিবাহ তিনি রেজিষ্ট্রি করেন নি বলে জানান।