ফেনী প্রতিনিধি :
মা ইলিশ বাঁচলে পরে, ইলিশ আসবে জাল ভরে স্লোগান নিয়ে ফেনী জেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার বিকালে সোনাগাজীর বড় ফেনী নদীর উপকূল চরখোন্দকারে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৭ উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মুনিরুজ্জামানের সভাপতিত্বে ও ফেনী সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মইনুল হক আনসারী,সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমিনহাজুর রহমান, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারি কমিশনার (ভূমি) নেজাম উদ্দিন আহমেদ, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আরেফিন, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশিদ, সোনাগাজী উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন এবং সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী মফিজ উল্যাহ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ফেনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সাংবাদিক শেখ আবদুল হান্নান, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ভূট্টো, চরচান্দিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আকবর হোসেন।
ইলিশের প্রজনন বাড়াতে ১অক্টোবর থেকে ২২অক্টোবর পর্যন্ত সব ধরনের ইলিশ, ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে সব ধরনের ইলিশ ধরতে নিষেধ করেছেন জেলা প্রশাসক। যদি এ নিষিদ্ধ সময়ের মধ্যে কেউ ইলিশ ধরে বা বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ সময়ের মধ্যে জেলেদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাউল বিতরণ করা হবে। উক্ত সময়ের মধ্যে বিভিন্ন এনজিও গুলো জেলেদের কাছ থেকে যেন ঋণের কিস্তি না গ্রহন করে সে ব্যাপারে স্থানীয় জেলেরা জেলা প্রশাসকের কাছে দাবি জানান।
জেলেদের পক্ষে বক্তব্য রাখেন, প্রিয় লাল দাস।