সোনাগাজী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার কাজীরহাট বাজারে ১৭ জুলাই সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কে গুলিকরে হত্যার চেষ্টা চালায় স্থানীয় যুবদল কর্মীরা। এ ঘটনায় পরদিন জাহাঙ্গীর বাদী হয়ে সোনাগাজী মাডেল থানায় যুবদল কর্মী সৌরভকে প্রধান অাসামী করে অভিযোগ দায়ের করেন। শুক্রবার সন্ধায় ওই মামলার অাসামী যুবদল কর্মী জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধায় কাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সে নুর অালমের ছেলে। অন্যান্য অাসামী গুলো পলাতক রয়েছে। তাদরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ১৭ জুলাই চর সাহাভিকারি গ্রামের মো. দুলাল মেম্বারের ছেলে সৌরভ, নুর অালমের ছেলে জাহিদ ও মো. সেলিমের ছেলে দুখু মিয়ার নেতৃত্বে কয়েকজন অস্ত্রধারী যুবক অটোরিক্সা যোগে কাজীরহাট বাজারে এসে বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু ও ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কে লক্ষ করে দু-রাউন্ড গুলি ছোড়ে। জাহাঙ্গীর ও রাজুর অাত্নচিৎকারে স্থানীয়রা বেরিয়ে এসে দুখু মিয়া এবং সৌরভকে ধাওয়া করে এবং তাদের ব্যাবহৃত সিএনজি অটোরিক্সা ভাংচু্র করে।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই অাবুল খায়েরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে ওই সিএনজি অটোরিক্সা ও দুটি গুলির গোসা জব্দ করেন।
এসঅাই অাবুল খায়ের জনান- স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তাদেরকে অাটক করা সম্ভব হয়নি। ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর জানান, হামলাকারীরা যুবদল ছাত্রদলের সক্রীয় কর্মী। দলীয় বিরোধের কারনে তারা তাকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা করেছিল।