ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেছেন, ভূমি অফিস সম্পর্কে বহু নেগেটিভ কথা রয়েছে। আমি যেন কোর প্রকার অনিয়মের কথা না শুনি। সেবা নিতে আসা জনগণের ভোগান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভূমি অফিসে এসে কোন অনিয়ম দেখলে তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান অথবা আমাকে জানাবেন। কোন কর্মকর্তা-কর্মচারী মানুষকে কষ্ট দিলে, ভোগান্তির মধ্যে ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার সকালে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
জেলা প্রশাসক মনোজ কুমার রায় আরো বলেন, সেবা সহজীকরন অনেক কর্মসূচী আমরা হাতে নিয়েছি। জমির মলিকদেরকে জমির পরিমান ও ভূমি উন্নয়ন কর কত টাকা তাহা মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়ার কর্মসূচী খুব শীঘ্রই চালু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বাংলাদেশকে ২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত করতে হাতে নেয়া সকল কর্মসূচী বাস্তবায়নে সকলকে আন্তরিক হওয়ার জন্য তিনি আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী জানান, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারী রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় রাধানগর ইউনিয়ন ভূমি অফিসটি। ভূমি মন্ত্রণালয়ের সারাদেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের মাধ্যমে এবং গণপূর্ত বিভাগ ফেনীর সহযোগিতায় ৬৮ লাখ টাকা ব্যায়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে।