ফেনী প্রতিনিধি :
সোনাগাজীর চরছান্দিয়ায় ৫ম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানি করায় বুধবার সন্ধ্যায় রুহুল আমিন (৩৫) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, চরছান্দিয়া ইউনিয়নের উত্তর চরছান্দিয়া গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর এক ছাত্রী মডেল টেস্ট পরীক্ষা শেষে বিকালে নানার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে একই এলাকার রুহুল আমিন তাকে কাপড় টেনে-হেঁচড়ে যৌন হয়রানি করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটে পালিয়ে যায়। ওই শিশু ঘটনাটি তার মাকে জানালে পরিবারের পক্ষ থেকে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দেয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে রুহুল আমিনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। গ্রেফতার রুহুল আমিন ওই এলাকার আবদুল হাদীর ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, যৌন হয়রানির ঘটনায় বখাটে রুহুল অামিনকে গ্রেফতার করা হয়েছে।