রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের দ্রুত ও বলিষ্ঠ পদক্ষেপ চান ট্রাম্প

 

বাংলার দর্পন

অনলাইন ডেস্কঃ

রোহিঙ্গা সংকট অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘বলিষ্ঠ ও দ্রুত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বুধবার প্রেসিডেন্টের এই আহ্বানের কথা জানিয়েছেন।

খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, দ্রুত রোহিঙ্গা সংকটের অবসান না হলে এটা ঘৃণা ও বিশৃঙ্খলার বীজ বপন করবে, যা প্রজন্মের পর প্রজন্ম ওই অঞ্চলকে গ্রাস করতে পারে। আমাদের সবার জন্যই তা হুমকি হয়ে উঠতে পারে।

পেন্স মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীরা বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এর পরপরই দেশটির সেনাবাহিনী রাখাইন অভিযান শুরু করে। গত এক মাসে চার লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *