খাগড়াছড়িতে বাংলারদর্পন’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রামগড় প্রতিনিধি :

 

 

খাগড়াছড়ি জেলার রামগড়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে পাঠকপ্রিয়  অনলাইন নিউজ পোর্টাল বাংলারদর্পন ডটকম এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রামগড় উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আবদুল কাদের।

 

রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন এর  সভাপতিত্বে ও বাংলারদর্পনের রামগড় উপজেলা প্রতিনিধি মো: মোশারফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি  ছিলেন রামগড় পৌর আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক বিশ্ব ত্রিপুরা।

 

এসময় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাহাদাত হোসেন, সাধারন সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা, কোষাধ্যক্ষ করিম শাহ, দৈনিক মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ি মো: আবুল হোসেন, ওয়াজেদ আলী সর্দার, মুক্তিযোদ্ধার সন্তান সহিদ উদ্দিন পাটোয়ারী, ন্যাশনাল সার্ভিস একতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: মোস্তফা, যুগ্ন সাধারন সম্পাদক পুলক বড়ুয়া, ছাত্রনেতা জিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, বাংলারদর্পন দেশের কথা বলে, স্বাধীনতার কথা বলে, মানুষের কথা বলে, মুক্তিকামী মানুষের কথা বলে, কৃষক ও শ্রমীকের কথা বলে, তাই বাংলারদর্পন সকলের কাছে প্রিয়।

 

আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *