সোনাগাজী ইসলামী ব্যাংকের স্থান পরিবর্তনের প্রতিবাদে স্বারকলিপি ও বিক্ষোভ

সৈয়দ মনির আহমদ:
15540452_712622528901065_928952978_o
ইসলামী ব্যাংক লিমিটেড সোনাগাজী শাখার স্থান পরিবর্তনের প্রতিবাদে বৃহষ্পতিবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করেছে গ্রাহক ও সিনিয়র ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ । এসময় তারা শাখা ব্যাবস্থাপকের কার্যালয় ১ঘন্টা অবরুদ্ধ রাখে এবং ব্যাংকের চেয়ারম্যান বরাবরে স্বরকলিপি প্রদান করেন।
মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ জানান, ইসলামী ব্যাংক সোনাগাজী শাখা চালু হওয়ার পর থেকে মাদ্রাসা সংলগ্ন নিরাপদ এলাকায় হওয়ায় ব্যাবসায়ী ও মহিলা গ্রাহক এই শাখা হিসাব চালু করেন । কিন্তু চুক্তি মোতাবেক মাদ্রাসা কতৃপক্ষকে না জানিয়ে গোপনে অন্যত্র ব্যাংক সরিয়ে নেয়ার চুক্তিপত্র করে। বিষয়টি টের পেয়ে বৃহষ্পতিবার দুপুরে গ্রাহক ও মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবাদ করে । কয়েকজন গ্রাহক জানান, বর্তমানে যে স্থানে ব্যাংক স্থানান্তর করা হচ্ছে সে স্থান নিরাপদ নয়। যে কোন মুহুর্তে চিনতাইয়ের ঘটনা ঘটতে পারে। প্রতিবাদ ও স্বারকলিপি গ্রহনের সত্যতা করে ব্যাংকের শাখা ব্যাবস্থাপক এটিএম শামসুল হক জানান, শাখা স্থানান্তরের প্রক্রিয়াটি প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। অবগতির জন্য এ বিষয়ে তিনবার ভবন মালিকের সাথে চিঠি আদান প্রদান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *