ফেনীতে জাতীয় শিক্ষা সপ্তাহ শেষে পুরস্কার বিতরণ

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে বৃহস্পতিবার সকালে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফেনী আলিয়া কমিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কলেজ হিসাবে হাজারী কলেজ, শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে ফেনী আলিয়া কমিল মাদ্রাসা, শ্রেষ্ঠ মাধ্যামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরশুরাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ছনুয়া উচ্চ বিদ্যালয়, মাতুভূইয়া উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ জেলা মাধ্যামিক শিক্ষা অফিসার হিসাবে এ.কে.এম আলী জিন্নাহ (ছাগলনাইয়া), শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসাবে শিখা সেনগুপ্ত (স্কুল), আনোয়ার হোসেন (মাদ্রাসা), শ্রেষ্ঠ বি.এন.সি.সি, রহমত উল্যাহ নির্বাচিত হন। পরে নির্বাচিতদের পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার আবদুল মালেক চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান। এ সময় বক্তব্য রাখেন ফেনী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ উৎপল কান্তি বদ্য, ফেণী জেলা শিক্ষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *