ফেনী শহর প্রতিনিধি- ফেনীতে নকলনবীশদের চাকুরী জাতীয়করন ও বকেয়া বেতন আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা নকলনবীশ এসোশিয়েশন। বৃহস্পতিবার সকালে শহরের জেলা রেজিস্টার অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সডক প্রদক্ষিন করে রেজিস্টার অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন নকলনবীশ চট্রগ্রাম বিভাগীয় কমিটির সদস্য শেখ ফরিদ, ফেনী জেলা সভাপতি সাহাব উদ্দিন,সাধারণ সম্পাদক নুরুল করিম,যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
এসময় নকলনবীশ দাগনভুইয়া উপজেলা সভাপতি ইসমাইল হোসেন, পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক মো. ইউসুফ,ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক নাসিম উদ্দিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নকলনবীশদের চাকুরী জাতীয়করন করাসহ বকেয়া বেতন আদায়ের দাবি পুরনে সরকারকে এগিয়ে আসার আহবান জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করার হুশিয়ারি দেন তারা। সভায় যদি প্রধানমন্ত্রীর দপ্তর হতে ১৯৭৩ সালের বঙ্গবন্ধু এবং ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী সমর্থীত ঘোষনার বাস্তবায়ন না অাসে তবে পরবর্তিতে অাগামি ২৪ ডিসেম্বর কেন্দ্রিয় পরিষদ, জেলা সভাপতি সেক্রেটারি সমন্বয়ে সভা অনুৃষ্ঠিত হবে। উক্ত সভা হতে অামরন অনশন কর্মসুচির ঘোষনা হতে পারে।
