বাংলার দর্পন ডটকম >>>
ফেনীতে বাস চাপায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম (২৫) নিহত ।রোববার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
সে কুমিল্লা বরুয়া থানার ভংগুয়া গ্রামের আলী নেওয়াজ এর ছেলে।
ফেনী হাইওয়ে পুলিশের ওসি আব্দুল আউয়াল জানান, বিকেলে নিহত জাহিদুল ও তার বন্ধু সোহাগ বাইকে চড়ে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীমুখী স্টারলাইন পরিবনের একটি বাস তাদের চাপা দিলে জাহিদুল নিহত হয়।সোহাগকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। নিহত জাহিদুলের লাশ ফেনী সদর হাসপাতালে আছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জানিয়েছে রং সাইডে গিয়ে বাসটি মোটর সাইকেলটিকে প্রচন্ড বেগে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক নিহত হয়।আহত ব্যাক্তিকে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।