এ বাশার চঞ্চল >>
নওগাঁ রাণীনগর উপজেলার মিরাট ইউপির ৬,৭,৮,৯ চারটি ওয়ার্ডে বন্যা কবলিত মানুষের মাঝে চাল বিতরণ করা হয় গতকাল সোমবার।। মিরাট ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি রণজিৎ সাহা যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন…ইউপি সদস্য মিরাট ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:অালম, ও ইউপি সদস্য ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি অাসাদুজ্জামান তোতাসহ ৪ মেম্বারের যোগসাজসে ৭/৮ বস্তা চাল পাগলীর মোড় এলাকার একটি বাড়িতে গোপনে রেখে দেয়। অাজ মঙ্গলবার সকাল অানুমানিক ৭টায়-বস্তা পরিবর্তন করে চাল বিক্রির উদ্দেশ্যে ভ্যান যোগে পাচারের সময় পাগলীর মোড় এলাকা থেকে চাল আটক করেন সাধারণ জনতা।। বিস্তারিত আসছে……..?