রাউজান প্রতিনিধি >>
কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসায় দ্বীনি আধুনিক শিক্ষা অর্জনের যথাযথ পরিবেশ বিদ্যমান। উন্নত মানের লাইব্রেরী, কম্পিউটার ল্যাব, সম্মেলন কক্ষ, বিশাল মাঠ, শান্তÍ পরিবেশ শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে তুলে। যদিও নিভৃত পল্লীতে এ মাদরাসা, কিন্তু অবকাঠামাে দিক দিয়ে বিশ্বমানের। এ মাদরাসা দেশের গর্ব, জাতির গর্ব এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের গর্ব। এ মাদরাসা দেশ ও জাতিকে একটি শিক্ষিত জনগােষ্ঠী উপহার দিবে ইনশাআল্লাহ।
গত ১৭ আগস্ট বৃহস্পতিবার কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসা পরিদর্শন পরবর্তী এক সংবর্ধনা সভায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্ট্রার ফাহাদ আহমদ মােমতাজী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাদরাসার সুযােগ্য অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মােদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ঢাকা গাউছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা এজাহার মিয়া, মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশকুর রহমান প্রমুখ।
আল্লামা কাজী মুহাম্মদ আনােয়ারুল আলম ছিদ্দিকীর মিলাদ ও কিয়াম পরিচালনার মাধ্যম সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয়।