রাজনীতিক সাংবাদিক শিল্পপতি মোশাররফ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী

 

এম অাবদুল্লাহ>>>সাদা মনের পরিচ্ছন্ন রাজনীতিক, সাংবাদিক, শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজহিতৈষী মুহাম্মদ মোশাররফ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৮ আগস্ট (শুক্রবার)। ২০১৪ সালের এই দিনে অগণিত সহকর্মী, ভক্ত, অনুরাগীকে কাঁদিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তিকাল করেন।

তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনে ফেনী ও ঢাকায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আগামী ২০ আগস্ট রোববার, বিকেল ৩টায় ঢাকায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার হলে অনুষ্ঠিতব্য স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য. সাবেক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ।

১৯৪০ সালের ২২শে জানুয়ারি ফেনী শহরে জন্মগ্রহণ করেন মুহাম্মদ মোশাররফ হোসেন।  পৈতৃক বাড়ি  সোনাগাজী উপজেলার ৮ নং আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে। ফেনী-৩ আসন থেকে সপ্তম, অষ্টম ও নবম সংসদের সদস্য ছিলেন মোশাররফ হোসেন। বাণিজ্য মন্ত্রণলায় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী জেলা বিএনপি’র সভাপতি ছিলেন আমৃত্যু।

১৯৯০ সাল থেকে সিআইপি মর্যাদাধারী মোশাররফ হোসেন শিল্পপতি ও ব্যবসায়ী হিসেবে ছিলেন খ্যাতনামা। বিজিএমইএ ও বায়রার সাবেক এ সভাপতি, বে-ইস্টার্ন লিমিটেডের এমডি, কনফিডেন্স বিল্ডার্সের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ছিলেন। এছাড়া এশিয়ান রিক্রুটমেন্ট কাউন্সিল কনভেনশনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি, সার্ক এশিয়ান বিজনেসম্যান  ফোরামের ভাইস চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সদস্য, বিশ্ব ব্যাংকের ঢাকা আবাসিক মিশনের শিল্পবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। ক্রীড়ানুরাগী হিসেবে তিনি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান, হকি ক্লাব এজাক্সের পৃষ্ঠপোষক ছিলেন। বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক এ সভাপতি ফেনীতে বহু সংখ্যক শিক্ষা ও জনকল্যাণমুলক প্রতিষ্ঠান স্থাপন করেন।

মোশাররফ হোসেন ছিলেন নিরহংকার, ধর্মপরায়ন, উদার, প্রাণখোলা ও সদালাপী। তাঁর নেশা ছিল জনকল্যাণ। অতুলনীয় বিনয়, বিচক্ষণতা, দূরদর্শিতা আর দেশ ও মানুষের প্রতি সীমাহীন মমতা মোশাররফ  হোসেনকে উন্নীত করেছিল জননন্দিত ব্যক্তিত্বে।

মোশাররফ হোসেনের কর্মজীবন শুরু সাংবাদিকতা পেশায়। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাংবাদিকতা ও ব্যবসায় জড়ান। স্বাধীনচেতা মন তাকে মহান পেশা সাংবাদিকতার ভুবনে টেনে নেয়। পাকিস্তান আমল থেকে ৯০ এর দশক পর্যন্ত তিনি ‘দি কনসেপ্ট’, মাসিক ডাইজেস্ট, মাসিক কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং মাসিক ফ্যাশন টেক্সটাইল এন্ড গার্মেন্টস নিউজ-এর প্রকাশনা ও সম্পাদনা করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইংরেজী দৈনিক দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার প্রকাশনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স লি. এর পরিচালক ছিলেন। দৈনিক দিনকালের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে তিনি পত্রিকাটিকে দীর্ঘদিন পৃষ্ঠপোষকতা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *