–
জহিরুল ইসলাম জাহাঙ্গীর :
গত কয়েকদিনের টানা বর্ষনে ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের মুহরি ও কহুয়া নদির ঘনিয়ামোড়া, দৌলতপুর ও দেড়পাড়া অংশে মোট ৫ স্থানে ভাঙ্গনের ফলে প্রায় ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ক্ষয় – ক্ষতি হয়েছে রাস্তাঘাট, পুল কালভার্ট, ঘড়বাড়ি ও পুকুরের মাছ। তাৎক্ষনিক সময় স্থানিয় জনপ্রতিনিধি উপজেলা ও জেলা প্রশাসনের দেয়া শুষ্ক খাবার ও ত্রাণ বিতরণ অব্যাহত আছে । তার ধারাবাহিকতায় আজ শনিবার দুপুর ১২ টায় নদি ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে আাসেন ফেনী – ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। পরিদর্শনে সদর ইউনিয়নের দেড়পাড়া এলাকায় মুহুরি নদির ভাঙ্গনে প্লাবিত দেড়পাড়া ও নিলখি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেন এবং পরবর্তিতে ঘরবাড়ি নির্মান সহ ব্যাপক ত্রাণ বিতরনের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, ফুলগাজী থানা অফিসার ইনচার্জ এম, এম মোর্শেদ পি পি এম, সহকারি কমিশনার (ভুমি) ফাতেমাতুজ জোহরা উপমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসকাতুর রহমান, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক, উপজেলা জাসদ সভাপতি আবুল খায়ের মেম্বার, সম্পাদক বিনোদ বিহারি ভানু প্রমূখ। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষনিক বিশুদ্ধ পানির সরবরাহে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রকৌশলি দপ্তর, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন ।