সোনাগাজী প্রতিনিধি :সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সৈয়দ মনির অাহমদ ও সাধারন সম্পাদক মেহেরাব হোসেন মেহেদী সহ সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন, জেলা পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, কেন্দ্রিয় অা’লীগ নেতা জহির উদ্দিন লিপটন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু অানোয়ার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় কমিটি, ফেনী জেলা কমিটি, খেলাঘর কেন্দ্রিয় কমিটি, জেলা কমিটি, খাদ্য অধিকার বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, ফেনী জেলা এনজিও ফেডারেশন, জেলা খেলাঘর অাসর, খাদ্য অধিকার ফেনী জেলা কমিটি,ক্যাব ফেনী জেলা কমিটি, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমিটি, সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, শাহাপুর মুন স্টার ক্লাব, শাহাপুর যুব উন্নয়ন,বাজার বনিক সমিতি। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত : সোনাগাজী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন শুক্রবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুৃষ্ঠিত হয়েছে। উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক অামাদের কন্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ মনির অাহমদ সভাপতি ও সাপ্তাহিক শমসের নগরের বার্তা সম্পাদক মেহেরাব হোসেন মেহেদী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাপ্তাহিক অাজকের প্রতিক্রীয়ার নির্বাহী সম্পাদক ওবায়দুল হক সিনিয়র সহ-সভাপতি, শহীদুল ইসলাম সহ সভাপতি, দৈনিক ভোরের কাগজ সোনাগাজী প্রতিনিধি নান্টু লাল দাস যুগ্ন সাধারন সম্পাদক, সাপ্তাহিক প্রতিক্রিয়ার স্টাফ প্রতিনিধি নুর অালম মহব্বত কোষাধ্যক্ষ , দৈনিক নয়াপয়গাম সোনাগাজী প্রতিনিধি ওমর ফারুক প্রচার সম্পাদক, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভুঞা ক্রীড়া সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রা সোনাগাজী প্রতিনিধি অাবদুল্যাহ রিয়েল দপ্তর সম্পাদক, তৃতীয় মাত্রা ফেনী প্রতিনিধি জহিরুল হক সজিব সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হয়েছেন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চন, দৈনিক সকালের খবর প্রতিনিধি অাবুল হোসেন রিপন, মানবাধিকার বার্তার সম্পাদক কাজী মিজানুর রহমান, ছাপ্পান্ন হাজার বর্গমাইল’র বার্তা সম্পাদক ইসহাক খোকন, মাইনুল হোসেন সোহাগ, দৈনিক বজ্রশক্তি প্রতিনিধি শফিউল অাজম ভান্ডারী, পুর্বপশ্চিম প্রতিনিধি জাপর উল্যাহ রুবেল ও দৈনিক বিজয় প্রতিনিধি ছালাহ উদ্দিন।