ফেনী প্রতিনিধি :
তালিকাভুক্ত আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও উপকূলীয় জলদস্যু রফিকুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার চাঁন মিয়ার দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের চাঁনমিয়ার দোকান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও যুবদলের সক্রীয় কর্মী। উপজেলা যুবদল নেতার সহযোগীতায় চর দরবেশ এলাকায় দীর্ঘদিন যাবত ত্রাসের রাজত্ব কায়েম করে সে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তার বিরুদ্ধে থানায় ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র ও ২টি চাঁদাবাজির অভিযোগে ১০টি মামলা রয়েছে। রফিক উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের লিয়াকত আলীর ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।