সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউপির সওদাগর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও টিফিন বক্স বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে বিরতন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা নির্বাহি অফিসার মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার আন্জুমান আরা বেগম, ৬নং চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, সহকারি শিক্ষা অফিসার নুর নবী, ওয়াহিদুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা সম্পাদক সুনীল চন্দ্র রায় সহ সিএমসি সভাপতি, সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী, এলাকার মুরব্বীবৃন্দ ও ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক জিএম নাজমুল হাসান ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ৬নং চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে এডিবি থেকে প্রত্যেক শিক্ষার্থীদের ১টি করে মোট ২০০টি টিপিন বক্স বিতরণ করা হয়।