ফেনী প্রতিনিধি :
ফেনী শহরের নাজির রোডে মোঃ সোহেল (৩৫) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত
মোঃ সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঘাখকা গ্রামে ।
ঘটনার পর থেকে তার স্ত্রী শিউলি বেগম পলাতক রয়েছে । সেও একই গ্রামের বাসিন্দা। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি- তদন্ত মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী। যাওয়ার সময় তার নিহত সোহেলের স্ত্রী শিউলী তার বাবা মারা গেছেন বলে দারোয়ানকে জানান ।
ফাহাদ জানান,এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত)মনির হোসেন জানান , পুলিশ শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।