বাবুল মোক্তারের বিরুদ্ধে  ২একর জমি দখলের অভিযোগ

সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলা চর ছান্দিয়া মৌজায় যুক্তরাজ্য প্রবাসী নাছির উদ্দিন লন্ডনীর ২০৮ শতক জমি জবর দখলের অভিযোগ উঠেছে গিয়াস উদ্দিন ভূঞা প্রকাশ বাবুল মোক্তার এর বিরুদ্ধে।
এ ঘটনায় নাছির উদ্দিন লন্ডনীর ছোট ভাই এম ফখরুল ইসলাম বাদী হয়ে সোনাগাজী থানায় অভিযোগ রুজু করেন। ( অভিযোগ নাম্বার ৩৭৮/১৭ ) সোনাগাজী মডেল থানার
এএসআই জাহাঙ্গীর অালম অভিযোগটি তদন্ত করছেন।  সে বিসমিল্লাহ হার্ডওয়ার  এর স্বত্বাধিকারী ও চর গনেশ গ্রামের সাদেক ভুঞার পুত্র। অভিযোগ সুত্রে জানা যায়, দুই বছর পুর্বে তিন শত টাকা স্ট্যাম্পে ২শত ৮শতক জমি ক্রয় বিক্রয়ের বায়না চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী  ছয় মাসে  ৭০ লক্ষ টাকা পরিশোধ করে জমির রেজিষ্টেশন করা কথা ছিল।  ২ বছর পার হওয়ার পরও বাদল মোক্তার চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করতে পারেনি। সম্প্রতি  জনৈক জাহাঙ্গীর অালমের সাথে অবৈধভাবে বায়নাপত্র করে জমি দখলের পায়তারা করছে। গত ২০মার্চ রাতের অাধারে ওই জমিতে মাটি কেটে ভিটি তৈরি করে দখলকারীরা।
এম  ফখরুল ইসলাম জানান, অবৈধভাবে  দখলকৃত জমি উদ্ধারে  অামরা অাইনের অাশ্রয় নিয়েছি।
এ ব্যাপারে বাবুল মোক্তার বলেন, বায়না চুক্তি অনুযায়ী ১০শতক  জমিতে মাটি কেটেছি,  শীঘ্রই পাওনা দেনা পরিশোধ করে রেজিষ্টেশন করবো। জমির কাগজপত্র সমস্যা থাকায় রেজিষ্টেশন করতে বিলম্ব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *