ফেনী প্রতিনিধি :
ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব এর সাথে বন্দুকযুদ্ধে ফয়সাল (২৪) নামে এক ডাকাত নিহত ও নূর হোসেন সেলিম (২৬) অপর এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।মঙ্গলবার দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ও লালপোলের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।এসময় ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শ্যুটার গান, বেশ কয়েক রাউন্ড গুলি ডাকাতির ৫টি মোবাইল,একটি ট্যাব ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ।
র্যাব সূত্র জানায়,ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সদর উপজেলার লেমুয়া ও লালপোলের মাঝামাঝি এলাকায় একদল ডাকাত একটি সাদা প্রাইভেট কার আটক করে ডাকাতি করছে।এসময় র্যাবের টহল দল সেখানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছুড়ে ।এসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ডাকাত সদস্য ফয়সাল নিহত হয়।আর অপর ডাকাত সদস্য নূর হোসেন সেলিম গুলিবিদ্ধ হয়।এসময় ডাকাত দলের অপর তিন সদস্য পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে র্যাব দুইটি ওয়ান শ্যুটার গান, বেশ কয়েক রাউন্ড গুলি ,ডাকাতির ৫টি মোবাইল,একটি ট্যাব ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।ফেনী র্যাব- ৭ এর পরিচালক শাফায়েত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।