ফেনী প্রতিনিধি : তৃনমুলে কর্মরত গনমাধ্যম কর্মীদের জাতীয় নেটওয়ার্ক ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” ফেনী জেলা কমিটির অায়োজনে অানন্দ ভ্রমন ২০১৭ উদযাপিত হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার দিনব্যাপী পতেঙ্গা সী-বিচে বিজয় দিবসের অালোচনা সভা, লটারী, পুরস্কার বিতরন , অতিথি ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক বিতরন এবং সাংস্কৃতিক অনুৃষ্ঠান অনুৃষ্ঠিত হয়েছে।

অালোচনা ও পুরস্কার বিতরন অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা বুলবুল অাহম্মদ। জেলা কমিটির সভাপতি জসিম মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ছিদ্দিক অাল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জিপি প্রিয় রঞ্জন দত্ত, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন, জেলা শ্রমীকলীগের সভাপতি সামসু্জ্জোহা দুলাল , ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, মোশারফ হোসেন বাদল ও নুরুল ইসলাম ভুট্টো, ফেনীস্থ ব্যাবসায়ী অারিফ মিয়া, শ্রমীক নেতা মো. অালী, এনজিও ফেডারেশন এর ভাইস চেয়ারম্যান কাজী নোমান।
সাংস্কৃতিক অনুৃষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির সহ সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর। লটারী পরিচালনা করেন জেলা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ মনির অাহমদ, ছাগলনাইয়া উপজেলা সহ সভাপতি কামরুল হাসান লিটন ও বাপ্পি মজুমদার।
অালোচনা সভা শেষে লটারীতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক বিতরন করা হয়।
অানন্দ ভ্রমনে ফেনী জেলা ও ৬ উপজেলা কমিটির সভাপতি সম্পাদকসহ শতাধিক গনমাধ্যম কর্মী অংশ গ্রহন করেন।
বাংলারদর্পন।