ঢাকা অফিস :
ঢাকাস্থ দাগনভূঞা যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মঞ্জুরুল আলম টিপুর পিতা এবং ফেনীর দাগনভূঞা উপজেলার সদ্য প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক আবদুল আজিজের স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার (৮ জুলাই) বিকালে ঢাকাস্থ ফেনী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
উপস্থিত থেকে মরহুম আবদুল আজিজের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রিন্টু আনোয়ার, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, বিশিষ্ট সাংবাদিক ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর আলাদীন, দাগনভূঞা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম এ রব, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সিনিয়র সহকারী পরিচালক দুলাল হোসেন, আরিয়ান ডট কমের সিইও রবিন আহমেদ ও মরহুমের সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু প্রমূখ ।
ঢাকাস্থ দাগনভূঞা যুব ফোরামের সভাপতি গোলাম আজাদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি তাজুল ইসলাম লিটন।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোজাম্মেল হক।