অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব | বাংলারদর্পন 

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব মঙ্গলবার রাত ১২টা ৪০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

রাজধানীতে বাস চালকদের রেষারেষি আর প্রতিযোগিতা নিত্য ঘটনা হলেও রাজিবের কাটা হাতের ছবি আলোড়িত করেছিল সবাইকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে না ফেরার দেশেই চলে গেলেন রাজীব।

 

গত ৩রা এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে ডান হাত হারান তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। প্রথমে শমরিতা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

 

মাথায় গুরুতর আঘাতের কারণে অবস্থার অবনতি হলে ৫ই এপ্রিল তাকে নেয়া হয় আইসিইউতে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 

জানাগেছে, জন্মের পর  বাবাকে হারিয়েছিল, ৮ বছর বয়সে হারিয়েছেন মমতাময়ী মাকে, এখন সেও চলে গেল ! দূর্ভাগ্য রাজিবের, কি অসহনীয় এই চলে যাওয়া!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *