ফেনীর পরশুরামে অালাউদ্দিন চৌধুরী নাসিম কলেজের উদ্বোধন

ফেনী প্রতিনিধি :ফেনীর উত্তরাঞ্চলে পরশুরাম উপজেলা সদরে প্রতিষ্ঠিত হয়েছে অালাউদ্দিন অাহমেদ চৌধুরী নাসিম কলেজ।  শুক্রবার বিকালে কলেজ মাঠে অানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অালাউদ্দিন নাসিমের পিতা সমাজসেবক ছালেহ উদ্দিন অাহমেদ চৌধুরী।  উদ্বোধন শেষে ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুৃষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব সোহরাব হোসেন। তিনি বলেন, শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। সমাজের বিত্তবানদের সহযোগীতায় অবহেলিত অঞ্চল গুলোতে মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।  এসময় তিনি নাসিম কলেজে  ভোকেশনাল শিক্ষা ও নার্সিং বিভাগ চালু করার অনুরোধ জানান।

ফেনী  -২ অাসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সভাপতিত্বে জেলা যুবলীগের সাধারন সম্পাদক শুসেন শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন অাহমদ, অতিরিক্ত সচিব অাবদুল কুদ্দুছ খান,  যুগ্ন সচিব হুুমায়ুন কবির খন্দকার, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম,জেলা পরিষদের চেয়ারম্যান অাজিজ অাহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ডাঃ জাহান অারা অারজু,  সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল অানাম, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *