স্বপন>>
হুরা আল আনারাত হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্টানে সভাপতিত্ব করেন শেখ বজলুর রহমান প্রতিষ্ঠাতা সভাপতি বাহরাইন আওয়ামীলীগ ইমাম হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ড়াঃইকবাল শাহারিয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান ইন্জিঃ মোঃ মোস্তফা ফজলুল করিম বাবলু, সোসাইটির সভাপতি ফওয়াজ সান্তানু, আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহ জালাল, আলাউদ্দিন নুর।সাধারন সম্পাঃ আবুল হাসেম ও রিয়াজুল ইসলাম, যুবলীগ সভাপতি মিজানুর রহমান ও আঃ করিম সাধারন সম্পাঃ মজিবুর রহমান, শ্রমিগ লীগ সভাপতি তোফাজ্জল হোসেন ও আইয়ুবুর রহমান আকাশ।
কয়েস আহমেদ,মোস্তফা কামাল,আল মামুন, টিপু সুলতান, জাহাঙ্গির হাওলাদার, হাকিম মৃধা, নজির আহমেদ, মোঃ শরিফ সহ আওয়ামীলীগ যুবলীগ,শ্রমিকলীগ,সেচ্ছা সেবকলীগ, আঞ্চলিক সংগঠন বি বাড়িয়া তিতাস,বুড়িচং ব্রাহ্মন পাড়া, টাংগাইল সামাজিক ফোরাম,জালালাবাদ এসোসিয়েশন সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহের সুখ শান্তি সুনাম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।