আবুধাবীতে সড়ক দূর্ঘটনায় নিহত আবু জাফরের দাফন সম্পন্ন  – বাংলারদর্পন

 

 

রাউজান :

সংযুক্ত আরব আমিরাতের মোছাফফায় সড়ক দূর্ঘটনায় নিহত মোহাম্মদ আবু জাফরের (২৫) লাশ দেশে এসেছে। ৪ ডিসেম্বর সোমবার সকালে তার লাশ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সেখান থেকে লাশবাহী গাড়ীতে করে গ্রামের বাড়ীতে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতাড়না হয়। কফিনে বন্দী আবু জাফরের মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তার স্বজনরা।

বাদে জোহর স্থানীয় স্কুল মাঠে তার নামাজে জানাজা শেষে এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত আবু জাফর নোয়াপাড়া ইউনিয়নের মোকার দীঘির পাড় এলাকার নবাব আলী মিস্ত্রী বাড়ীর মৃত আবুল কাশেমের পুত্র। আগামী কয়েকমাস পর দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ এরশাদ জানান, তিনভাই ও একবোনের পরিবারে আবু জাফর ছিল সবার আদুরে।

ভাগ্য পরিবর্তনের আশায় সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দৈনিক খালিজ টাইমস পত্রিকায় হকারের কাজ করতো আবু জাফর। প্রতিদিনের ন্যায় গত ২৬ নভেম্বর পত্রিকা বিলি করার সময় গাড়ীচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালের হিমঘরে রাখে। সেখানকার আইনী প্রক্রিয়া শেষ হলে আজ সোমবার তার লাশ দেশে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *