অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী আদিবাসীদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আদিবাসীদের প্রতিনিধি জনসংহতি সমিতির সাথে বাংলাদেশ সরকার ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি করেছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অস্ত্র জমা দিয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা জ্যাতিরিদ্র বাধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এবং বাংলাদেশ সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে আগৈলঝাড়ায় আওয়ামীলীগ ও সহযােগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ আনন্দ র্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।