রাণীনগরে দু-গ্রুপে সংঘর্ষ : অাহত ১ 

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ডিস ব্যবসাকে কেন্দ্র করে মারপিট দেশীয় অস্ত্রের এ্যালাপাতারি আঘাতে গােলাম মােস্তফা (৪০) নামের একজন গুরুত্বর আহত হয়েছে। আহত গােলাম মােস্তফাকে প্রথমে উপজেলা স্বাস্যব কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থ¯ার অবনতি হওয়ায়  নওগাঁ সদর হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এই ঘটনার জের ধরে উপজেলা সদর এক পক্ষের দফায় দফায় মহড়াই আতংক ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে উত্তেজিতরা উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে বেশ কিছু চেয়ার-টবিল ভাংচুর করা হয়েছে।

এলাকার সার্বিক নিরাপত্তার স্বার্থে উপজেলা সদরের বেশ কয়েকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মােতায়েন করা হয়েছে। এঘটনায় এলাকায় ব্যপক উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *