মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি: সমুদ্রে ৩নং সংকেত বিরাজ করায় সাগর উত্তাল ফলে অতিরিক্ত জোয়ারে নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৪টি ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
আজ সোমবার দুপুরে হরণি, চানন্দি, নলচিরা, চরঈশ্বর, চরকিং, সুখচর ও নিঝুম দ্বীপ ইউনিয়নে জোয়ারের পানিতে ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে গেছে। বেড়ী বাঁধ না থাকায় এসব এলাকা সহজে প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় লক্ষাধীক মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বিকালে ক্ষতিগস্থ এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, জরুরী ভিত্তিতে পানি বন্ধি এলাকার ১টি প্রতিবেদন তৈরী করা হচ্ছে এবং জেলা প্রসাশকের কার্যালয় থেকে ত্রাণ পাটানো হবে।