ফেনী প্রতিনিধি :
‘সাংবাাদিকতার ঐতিহ্যের লালিত সমৃদ্ধ জনপদে সাংবাদিকদের সুদিনে-দুর্দিনে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনপদের মানুষের উন্নয়নে তারা কাজ করবেন। সমাজ প্রগতির জন্য, দেশের জন্য তারা কাজ করবেন। সাংবাদিক, প্রশাসন ও নাগরিক সমাজ মিলে ফেনীকে আগামীর পথে এগিয়ে নিয়ে যেতে এক সঙ্গে কাজ করতে হবে। সোমবার ফেনী প্রেস ক্লাব আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনরা এসব কথা বলেন।
শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। ক্লাব সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাইফ উদ্দিন শাহ, ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল কামরুল ইসলাম, পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বি.কম, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান। ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জাফর সেলিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান চৌধুরী, জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বি মনির, পিপি হাফেজ আহমেদ, জিপি প্রিয়রঞ্জন দত্ত, সুইড বাংলাদেশের জেলা সাধারন সম্পাদক এডভোকেট সমীর কর, বিএমএ ফেনী শাখার সাধারন সম্পাদক ডা: বিমল চন্দ্র দাস, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন, সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক শুকদেব নাথ তপন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নুর হোসেন, পৌর আওয়ামীলীগের সম্পাদক আবদুল করিম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, শহর ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক ইকবাল আলম, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. রশিক শেখর ভৌমিক, জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোসাদ্দেক আলী, এডভোকেট এম শাহজাহান সাজু, এডভোকেট নাসির উদ্দিন বাহার, জেলা খেলাঘরের সাধারন সম্পাদক এড. জাহাঙ্গীর আলম নান্টু প্রমুখ। এছাড়া প্রশাসন, রাজনৈতিক, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার।