নিজস্ব প্রতিবেদক :
‘বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। আগামীতে রাউজানকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন। তা না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়’। প্রিয়কাগজ ও রাউজানটাইমস২৪.কম’র উদ্যোগে গতকাল (বুধবার) রাউজান উপজেলার নোয়াপাড়াস্থ দি কিং অব নোয়াপাড়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘বাল্যবিবাহ : প্রতিরোধ নয়, চাই সামাজিক সচেতনতা’ শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন।
ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। উদ্বোধক ছিলেন দৈনিক পূর্বকোণের সহ সম্পাদক জাহাঙ্গীর টুটুল। সাংবাদিক জাহেদুল আলম, মহিউদ্দিন ইমন ও এস.এম ইউসূফ উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর সিকদার, আবুল বশর বাবুল, দুলাল কান্তি বড়–য়া, জসিম উদ্দিন চৌধুরী, জেলা গাউছিয়া কমিটির সভাপতি আব্দুস শুক্কুর, দোস্ত মোহাম্মদ, আব্দুল নবী, আরিফুল আলম, তফসীর আহমেদ বাবুল, অধ্যক্ষ মাওলানা আবু মোস্তাক আল কাদেরী, মাওলানা আইয়ুব বদরী, সৈয়দ মো. হোসাইন, এসআই মহসীন রেজা, এসআই জাবেদ মিয়া, ব্যাংকার ইমতিয়াজ আহমেদ, ব্যবসায়ী আহমেদ সৈয়দ, দক্ষিণ রাউজান ইসলামিক ফ্রন্টের সভাপতি স.ম জাফর উল্লাহ, সাধরণ সম্পাদক মো. নুর নবী, সাংবাদিক মীর আসলাম, আলমগীর হায়দার, সাংবাদিক তৈয়ব চৌধুরী, এম জাহাঙ্গীর নেওয়াজ, নেজাম উদ্দিন রানা,সাংবাদিক মোঃ আলাউদ্দীন, রমজান আলী, শাহেদুর রহমান মোরশেদ, গাজী জয়নাল আবেদীন যুবায়ের, কামাল উদ্দিন, নাজিম উদ্দিন মিয়াজি, মো. হাবিবুর রহমান, অভিনেতা মোজাহের আলম, সাবেক ছাত্র নেতা এস.এম জাহাঙ্গীর আলম সুমন, কামরুল ইসলাম বাবু, মো. হানিফ, সোলাইমান বাদশা, ইউপি সদস্য হাফিজুর রহমান, সেকান্দর হোসেন, আইয়ুব খাঁন জনি, মাওলানা সৈয়দ আব্দুল্লাহ রশীদি, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ফোরকান, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা আশেকুর রহমান, শিক্ষক মো. হাসান, জব্দুল হক, যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলাম, তাজুল ইসলাম, ছাত্র নেতা মনিরুল ইসলাম মুরাদ, মো. হেলাল উদ্দিন, সোলাইমান বাদশা, আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল রোমান, রুবেল বৈদ্য, নঈম উদ্দিন চৌধুরী, রবিউল হোসেন রাজু, জসিম উদ্দিন অভি, কাজী ওয়াহিদুল আলম মিনহাজ, কাজী রবিউল হোসেন রাকিব প্রমূখ। অনুষ্ঠানে কেউ বাল্যবিবাহের খবর দিলে প্রসাশন তার তথ্য গোপন রাখবে এবং খবরদাতাকে এক হাজার টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আলোচনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।