মোঃমিরাজ উদ্দিন,ছাগলনাইয়া,ফেনী :
ফেনীর ছাগলনাইয়া উপজেলা শুভপুর ও ঘোপাল ইউনিয়নস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দু’টি নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটি’র সাধারন সম্পাদক শিরীন আখতার এমপি প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে নবনির্মিত ভবন দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শুভপুর উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আজহারুল হক’র সভাপতিত্বে ও অত্র স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মেজবাহ্ উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ্ সেলিম, ইউপি আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন ভুঁইয়া, যুগ্ন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আবুল কালাম মাস্টার। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সাবেক কর কমিশনার জিয়াউল হক সেলিম, উপজেলা জাসদ সভাপতি আবদুল হাই,সহ- সভাপতি মাহামুদা আক্তার, সাধারন সম্পাদক রেজাউল করিম সোহাগ, যুগ্ন সম্পাদক মোঃ ছলিমউল্যাহ্ ভুঁইয়া, পৌর প্রচার সম্পাদক কাজী মোঃ মহিউদ্দিন, শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন,
ইউপি সদস্য সিরাজ পাটোয়ারি, ইউপি সদস্য নিজাম উদ্দিন ,ইউপি যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম লিটন সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও এলাকাবাসী,
ফেনী-১ আসনের সংসদসদস্য ও জাসদের সাধারন সম্পাদক শিরিন আখতার বলেন”উন্নয়ন ধারাবাহিক চলবে,সবাই একসাথে কাজ করে এগিয়ে যাবো”
ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাহ উল হায়দার চৌধূরী সোহেল বলেন ” মাদকচক্র, মাদক কারবারি সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে জড়িত কেউ আওয়ামী লীগে থাকতে পারবে না”। তিনি মাদকের বিরুদ্ধে কঠিন অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন।
ছাগলনাইয়া থানার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন বলেন ” সবাই অংশীদারি ভাবে এগিয়ে আসলে মাদক, সন্ত্রাসী, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে
একইদিন ঘোপাল ইউনিয়নস্থ দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এফ.এম আজিজুল হক মানিক এর সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আনোয়ার করিম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়া,বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলমগির ভূঁঞা রনি,সাবেক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম ভূঁঞা সবুজ,ইউনিয়ন সাবেক আওয়ামীলীগের সহসভাপতি আইয়ুব খান,
৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জামশেদ আলম, ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য এমদাদ হোসেন রিংকু,ঘোপাল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর ভূঁঞা,ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ মোস্তফা( জানু)সহ ইউপি সদস্যগন, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।