সোনাগাজী :
ফেনীর সোনাগাজীতে জাল দলীল সৃজন করে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের মামলায় সোনাগাজী বাজার বনিক সমিতির সভাপতি নুরনবী, শ্রমিকদল নেতা আবুল কালাম, তার সহযোগী ওমর কাওসার ও আরবের নেছাসহ ৪জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহষ্পতিবার ফেনীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল হক’র আদালত এ আদেশ দেন।
জানা যায়, উপজেলার চরগণেশ মৌজায় পাউবোর ১৪শতক জমি জাল দলিল সৃজন করে দখলের চেষ্টা করেন সোনাগাজী বাজার বনিক সমিতির সভাপতি নুরনবী, উপজেলা শ্রমিকদল নেতা আবুল কালাম, তার সহযোগী ওমর কাওসার ও আরবের নেছা ।
এ ঘটনায় উক্ত ভূমির ইজারাদার চর খোয়াজ গ্রামের মোহাম্মদ রফিক ফেনী আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলা পিবিআই তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত চার্জশীট আমলে নিয়ে জালিয়াতিতে জড়িত ওই চার জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাদী মোঃ রফিক জানান, আসামি নুর নবী ও আবুল কালাম চিহ্নিত ভূমিদস্যু । তারা পরস্পর যােগসাজছে সরকারি জায়গা ও নিরীহ ভুমি মালিকদের জায়গা দখল করে। তাদের বিরুদ্ধে আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরো বলেন , আদালতে ন্যায় বিচার পেলে সরকারি জায়গা গুলো উদ্ধার হবে।