নাঙ্গলকোটে পরীক্ষার প্রশ্নে প্রধানমন্ত্রীকে কটাক্ষের অভিযোগে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মো:আব্দুর রহিম বাবলু,
কুমিল্লার নাঙ্গলকোটে প্রাথমিক বিদ্যালয়ের সদ্য সমাপ্ত দ্বিতীয় পরিক্ষার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননামূলক প্রশ্ন করায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নবীর উদ্দিন, প্রশ্নপত্র প্রনণয়কারী প্রধান শিক্ষক মোহাঃ শেখ ছায়দী ও প্রশ্নপত্র তৈরির কাজে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আ’লীগ।  সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপজেলার পৌর সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

আলোচনায় সভা বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, কলেজ সভাপতি ওবায়েদুল হক, পৌর সভাপতি সোহাগ ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শফিউল আলম সুমন প্রমূখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ আগষ্ট উপজেলার সবক’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরিক্ষা অনুষ্ঠিত হয়। ওই বিষয়ের প্রশ্নপত্রের ৩নং প্রশ্ন এর ‘গ’ উপপ্রশ্নে “হাসিনা তার কৃত অপরাধের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *